AUTO CAD ALL MEMU BAR
Line: লাইন দিয়ে সরলরেখা আঁকা হয়। shortcut
Command: L-(enter).
Ray
line: নির্দিষ্ট বিন্দু থেকে অসীম লাইন অংকন করার জন্য Ray
line ব্যবহার
করা হয়।
Construction
line: উভয় দিকে অসীম লাইন অংকন করার জন্য Construction line ব্যবহার করা হয়।
Polyline: ভিন্ন মাপের ড্রইংকে
একটিমাত্র রেখায় অংকন করার জন্য Polyline ব্যবহার করা হয়।
Polygon: একাধিক ভুজ বিশিষ্ট
জ্যামিতিক অংকন করার জন্য Polygon ব্যবহার করা হয়।
Rectangle: একই রেখায় কোন বর্গাকার
বা বৃত্তাকার বস্তু অংকন করার জন্য Rectangle ব্যবহার করা হয়।
Arc: অর্ধবৃত্তাকার কোন
বস্তু অংকন করার জন্য Arc ব্যবহার করা হয়।
Circle: বৃত্তাকার কোন বস্তু
অংকন করার জন্য Circle ব্যবহার করা হয়।
Donut: নির্দিষ্ট ব্যাস ও
ব্যাসার্ধের পাইপ অংকন বা রিইনর্ফোসমেন্টের ক্রস সেকশন দেখানোর জন্য
Donut
ব্যবহার করা হয়।
Spline: বাঁকা রেখা অংকন করার
জন্য spline ব্যবহার করা হয়।
Ellipse: একই বৃত্তে দুইটি ভিন্ন
ব্যাসার্ধের বৃত্তচাপ অংকন করার জন্য ellipse ব্যবহার করা হয়।
Block:
কয়েকটি
আলাদা লাইনে অংকিত বর্গাকার বা আয়তাকার বস্তুকে একই লাইনে আনার জন্য block
ব্যবহার
করা হয়।
Hatch: বস্তুর গঠন বোঝানোর
জন্যে hatch command ব্যাবহার করা হয়।
Gradient: ড্রইং এ কালার দেয়ার
জন্যে gradient ব্যাবহার করা হয়।
Text: ড্রইং এ লিখার জন্যে
text command ব্যাবহার করা হয়।
Auto Cad এ Modify Menu এর কাজ:-
Erase: কোন অবজেক্টকে trim করা বা পুরোপুরি কেটে ফেলার জন্য erase ব্যবহার করা হয়।
Copy: কোন অবজেক্টকে কপি করে অন্য যায়গায় নিয়ে যাওয়ার জন্য copy ব্যবহার করা হয়।
Mirror: কোন অবজেক্টকে বিপরীতমুখী করার জন্য mirror ব্যবহার করা হয়।
Offset: কোন অবজেক্টকে বা লাইন কে নির্দিষ্ট দুরুত্বে কপি করার জন্য offset ব্যবহার করা হয়।
Move: অবজেক্টকে সরানোর জন্য এটি ব্যবহার করা হয়।
Rotate: অবজেক্টকে ঘুরানোর জন্য এটি ব্যবহার করা।
Scale: অবজেক্টকে প্রয়োজনমতো ছোট বা বড় করার জন্য এটি ব্যবহার করা হয়।
Stretch: প্লান এর কোন অংশ বা লাইন যদি বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে stretch করে বাড়াতে
হয়।
Trim: কোন লাইন এর অপ্রয়োজনীয় অংশ কাটার জন্য কমান্ড ব্যবহার করা হয়।
Extend: লাইন প্রয়োজনের তুলনায় কম হলে তখন এক্সটেন্ড করে লাইন কে বাড়াতে হয়।
Break at Point: কোন লাইনকে প্রয়োজনে নির্দিষ্ট দুরুত্বে দ্বিখন্ডিত করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।
Join: দুইটি লাইন কে একই সরলরেখায় জোড়া দেয়ার জন্য join কমান্ডটি ব্যবহার করা হয়।
Chamfer: Vartical & Horihontal লাইন এর মাঝে কর্ণার জোড়া দেয়ার জন্য Chamfer কমান্ড ব্যবহার করা হয়।
Fillet: কর্ণারকে round করে জোড়া দেয়ার জন্য এটি ব্যবহার করা হয়।
Explode: কোন rectangle কে আলাদাভাবে ভাঙ্গার জন্য explode ব্যবহার করা হয়।
AUTO CAD ALL MEMU BAR
Reviewed by Unknown
on
November 28, 2016
Rating:

It's really helpful!
ReplyDelete